14

কোন সমাধান না হলে ভারত যে কোন ব্যাবস্থা গ্রহণ করতে বাধ্যঃ উর্দু পত্রিকার সম্পাদকদের সভায় বাংলাদেশ প্রসঙ্গে অভিমত

শিরোনাম সূত্র তারিখ
কোন সামাধান না হলে ভারত যে কোন ব্যবস্থা গ্রহন করতে বাধ্য :উর্দু পত্রিকার সম্পাদকের সভায় বাংলাদেশ প্রসঙ্গে আভিমত কালান্তর ২৮ জুন ১৯৭১

 

কোন সামাধান না হলে ভারত যে কোন ব্যবস্থা গ্রহন করতে বাধ্য :

উর্দু পত্রিকার সম্পাদকের সভায় বাংলাদেশ প্রসঙ্গে আভিমত

নয়াদিল্লী, ২৭ জুন- ‘বিশ্বের রাষ্ট্রগুলিকে বিশেষ করে বৃহৎ শক্তিবর্গকে এখন এ কথা পরিস্কারভাবে জানিয়ে দেওয়ার সময় হয়েছে যে যথাশীঘ্রই বাংলাদেশ সমস্যার সমাধান না হলে ভারত একান্ত আনিচ্ছার সঙ্গেই তার গুরুত্বপূর্ণ স্বার্থগুলি রক্ষার জন্য প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।

ইউ এন আই জানাচ্ছে, আজ উর্দু পত্রিকার সম্পাদকদের তিন দিনের আলোচনার শেষে সাধারণতভাবে এই অভিমত ব্যক্ত হয়। সম্পাদকরা বাংলাদেশ সম্পর্কে ভারত সরকারের নীতির প্রতি পুর্ন সমুর্থন ঘোষনা করেন।

 

তিন দিনব্যপী এই আলোচনা চক্রে দেশের বিভিন্ন রাজ্যে উর্দু পত্রিকার প্রায় পাঁচশ’ জন সম্পাদক অংসগ্রহন করেন।

সেমিনার ইয়াহিয়া খানের সামরিক প্রশাসনকে এখনও সমরাস্ত্র যোগান দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য কয়েকটি দেশের আচরণের তীব্র নিন্দা করেন।

বাংলাদেশের লক্ষ লক্ষ শরনারথীর প্রতি আন্তরিক সহানুভুতি জানিয়ে সম্পাদকরা বলেন, সমস্যাটি কেবল মানবিক নয়। পাকিস্তানের সামরিক জুন্টার সীমাহীন নৃশংসতা ও নিষ্ঠুরতার নিরীহ শিকারদের কেবল খাদ্য এবং আশ্রয় দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়।

তাঁরা বলেন, ‘মুক্তি এবং ঔপনিবেশিকতাবাদী শক্তির মধ্যে এই সংঘর্ষের সমাধান কেবল বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্খার স্বীকৃতির ভিত্তিতেই সম্ভব’।

দেশে এবং বিদেশে উর্দু পত্রিকার বিরুদ্ধে কায়েমী স্বার্থ যে কুৎসা করছে এঁরা তার প্রতিবাদ করেন। এঁরা দাবি করেন উর্দু সংবাদপত্রগুলি ‘আমাদের জাতীয় নীতি’ রূপায়িত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ দেশে বাংলাদেশের মুক্তি সংগ্রাম এবং পাক-ফৌজের দ্বারা অনুষ্ঠিত নৃশংসতাকে ভারতে এবং বিদেশের কোন মহল সাম্প্রদায়িক বলে চালানোর যে চেষ্টা করেছে সম্পাদকরা তার তীব্র প্রতিবাদ করেন।