2

মুজিব কর্তৃক দশ-দফার ঘোষণা

 

শিরোনাম সূত্র তারিখ
মুজিব কর্তৃক দশ দফার ঘোষণা দ্য ডন ৮ মার্চ, ১৯৭১

 

মুজিব কর্তৃক দশ দফার ঘোষণা

৭ই মার্চ ১৯৭১’এ শেখ মুজিবুর রহমানের বিবৃতি

 

আজ আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান আগামীকাল থেকে এক সপ্তাহ ব্যাপি কর্মসূচির ঘোষণা করেন।

বিবৃতে, আওয়ামী লীগ প্রধান বলেন অবিলম্বে সামরিক আইন রহিত করন এবং অর্জিত ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করার আগ পর্যন্ত অহিংস এবং অসহযোগ আন্দোলন চলবে। তিনি বলেন আমাদের সংগ্রাম অবশ্যই চলবে।

কর্মসূচিগুলো হবেঃ

১) কর প্রদান বন্ধ।

২) সচিবালয়, সরকারী এবং আধা-সরকারী অফিস, উচ্চ আদালত এবং বাংলাদেশ জুড়ে অন্যান্য আদালতগুলো হরতাল পালন করবে। সময়ে সময়ে এর অব্যাহতি ঘোষণা করা হবে।

৩) রেলপথ এবং বন্দর চলতে পারে, কিন্তু রেলপথ এবং বন্দরগুলো মানুষের বিরুদ্ধে দমন পূরণকল্পেশত্রুবাহিনীর সংহতির উদ্দেশ্যে ব্যবহার হলে রেলপথ শ্রমিকেরা এবং বন্দর শ্রমিকেরা সহায়তা করবে না।

 

৪) রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্রগুলো আমাদের বিবৃতিগুলোর পূর্ণাজ্ঞ ভাষ্য প্রচার করবে এবং মানুষের আন্দোলনের খবর প্রচার বন্ধ করবে না অন্যথায় বাংলাদেশ এই সকল প্রতিষ্ঠানের কাজে সহায়তা করবে না।

 

৫) শুধুমাত্র স্থানীয় এবনহ আন্তঃজেলা ট্রাঙ্ক টেলিফোন যোগাযোগ চলবে।

 

৬) সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

 

৭) রাষ্ট্রীয় ব্যাংক ব্যাতিত অন্যান্যব্যাংকগুলো অয়েস্ট্রান উইং’এ রেমিটেন্স দিবে না।*

 

৮) প্রতিদিন সকল ভবনের উপর কালো পতাকা উত্তোলিত হবে।

 

৯) অন্য সকল স্থানের হরতাল রহিত কিন্তু অবস্থার বিবেচনায় পূর্ণাঙ্গ অথবা আংশিক হরতাল যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে।

 

১০) প্রত্যেক ইউনিয়ন, মহল্লা, থানা, উপজেলা এবং জেলায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে একটি সংগ্রাম পরিষদ গঠন করা হবে।

 

কর্মসূচি ঘোষণায়, শেখ মুজিব বলেন পরিবহন সেবা চলার অনুমতি থাকবে। এ প্রসঙ্গে তিনি রেলপথ, রিক্সা এবং পরিবনের কথা উল্লেখ্য করেন। তিনি বলেন ব্যাংকগুলো দুই ঘণ্টা খোলা থাকতে পারবে লেনদেনের জন্য ও বেতন প্রদানের জন্য কিন্তু একটি পয়সাও পশ্চিম পাকিস্তানে পাঠাতে পারবে না। কারখানা মালিকেরা অবশ্যই তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করবে।

শেখ মুজিব রেডিও, টেলিভিশন এবং পত্রিকা বিশ্বাসযোগ্যতার সাথে কর্মসূচি ও আন্দোলনের প্রতিবেদন করতে বলেন। “যদি আমাদের খবর প্রকাশ না হয়, বাঙ্গালিদের তাদের কাজে যোগ দেবে না।”