Volunteers

রাজিব কুণ্ডু

নভেম্বর প্রায় শেষ, ২০১৬। কানাডার ছোট্ট একটা শহর ওয়াটারলুতে বসে স্বাধীনতার দলিলের অনুবাদের কাজ করছি। দেশ ছেড়েছি ২০১১ সালে। আজ থেকে আরও ৫০ বছর পরে কেউ যদি এই লেখা পড়েন, জেনে রাখবেন, দেশকে ভালবেসে আমাদের প্রজন্মও কিছু একটা করার চেষ্টা করেছিল। খুব জলদি সফল হবো, এই আশা কখনও করি নি, তবে একদিন আলো আসবে বাংলার মানুষের ভেতর, সেই আশায় তোমাদের প্রজন্মের জন্য, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বাংলাতে অনুবাদ করে গেলাম।