3

দক্ষিণ-পশ্চিম জোন প্রশাসনিক কাউন্সিলের গঠনতন্ত্র রচনার জন্য এম-এন-এ ও এম-পি-এ’দের সভার কার্যবিবরণী

শিরোনাম সূত্র তারিখ
পশ্চিম জোন প্রশাসনিক কাউন্সিলের গঠনতন্ত্র রচনার জন্য এম, এন ও এম পি-দের সভার কার্যবিবরণী বাংলাদেশ সরকার, দক্ষিণ পশ্চিম জোন ৫ সেপ্টেম্বর, ১৯৭১

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়,দক্ষিণপশ্চিমাঞ্চল

স্মারকলিপি নম্বরঃ VII-৭/৭১-২৫৫তারিখ – ৫.৯.৭১

 

প্রেরক

জনাব এম শামসুল হক

আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা

দক্ষিণ পশ্চিমাঞ্চল

 

বরাবর

জনাব এইচ টি ইমাম

মন্ত্রিপরিষদ সচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 

সূত্র স্মারকলিপি নম্বর ঃ GA/১১৪(৯)তারিখঃ ২৩.৮.৭১

 

দক্ষিণ পশ্চিমাঞ্চলের আঞ্চলিক প্রশাসনিক পরিষদের সংবিধান এর জন্য ৫ই সেপ্টেম্বর,১৯৭১ আরিখের MNAs এবং MPAs এর সভার কার্যবিবরণী এক কপি মন্ত্রীসভার তথ্য অনুগ্রহে পাঠানো হয়।

 

জনাব শামসুল হক

আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা

দক্ষিণ পশ্চিমাঞ্চল

 

 

আঞ্চলিক প্রশাসনিক পরিষদের সংবিধানের জন্য MNAs এবং MPAs এর সভার কার্যবিবরণী ৫ই সেপ্টেম্বর, ১৯৭১ বেলা ১১ টায় কৃষ্ণনগরের নদিয়া জেলা পরিষদের হলে অনুষ্ঠিত হয়।

 

উপস্থিত সদস্যগণঃ

১.জনাব আজিজুররহমান আক্কাস, MNA,কুষ্টিয়া

২. জনাব শাহিউদ্দীন,MNA,কুষ্টিয়া

৩. জনাব নুরুল হক,MPA,কুষ্টিয়া

৪.জনাব আহসানুল্লাহ, MPA,কুষ্টিয়া

৫.জনাব ইউনূস আলী,MPA, কুষ্টিয়া

৬.জনাব গোলাম কিবরিয়া, MPA, কুষ্টিয়া

৭.জনাব আব্দুর রউফ চৌধুরী, MPA, কুষ্টিয়া

৮.জনাব আব্দুর রব (বগা মিয়া), MPA,পাবনা

৯.ডাঃ কে.বি.এম. আবু হেনা, MPA,পাবনা

১০.জনাব গোলাম হাসনায়েন, MPA,পাবনা

১১.জনাব তাফিজুদ্দিন আহমেদ, MPA,পাবনা

১২.জনাব আব্দুর রহমান, MPA,পাবনা

১৩.জনাব রওশন আলি,MNA,যশোর

১৪.জনাব খন্দকার এ.হাফিজ,MNA,যশোর

১৫.জনাব সোহরাব হোসেন,MNA,যশোর

১৬.জনাব ইকবাল আনোয়ারুল ইসলাম,MNA,যশোর

১৭.জনাব নুরুল ইসলাম, MNA,যশোর

১৮.জনাব সৈয়দ আতার আলি , MPA,যশোর

১৯.ল্যাফটেনেন্ট মতিউর রহমান,MPA,যশোর

২০.জনাব শাহ হাদিউজ্জামান MPA,যশোর

২১. জনাব মোঃ আবুল ইসলাম, MPA, যশোর

২২.জনাব তাবিবুর রহমান সরদার,MPA,যশোর

২৩.জনাব গোলাম মজিদ,MPA,যশোর

২৪.জনাব জে.কে.এম.এ. আজিজ,MPA,যশোর

২৫.জনাব আসাদুজ্জামান, MPA,যশোর

২৬.জনাব কে.আই.এম. সালেহউদ্দীন,MNA,ফরিদপুর

২৭. জনাব গৌড় চন্দ্র বালা, MPA,ফরিদপুর

২৮.জনাব ফনি ভূষণ মজুমদার, MPA,ফরিদপুর

২৯.জনাব কাজী হেদায়েত হোসেন,MPA,ফরিদপুর

৩০.জনাব এ.ই. আমিনুদ্দীন আহমেদ,MPA,ফরিদপুর

৩১. জনাব সতীশ চন্দ্র হায়দার,MPA,ফরিদপুর

৩২.ডাঃ আফতাবুদ্দীন মোল্লা,MPA,ফরিদপুর

৩৩.জনাব ইমামুদ্দীন আহমেদ,MPA,ফরিদপুর

৩৪.জনাব জামাল উদ্দীন চৌধুরী,MPA,ঢাকা

৩৫.জনাব মোঃ সিদ্দিকুর রহমান,MPA,ঢাকা

৩৬.জনাব মো: আলাউদ্দিন, MPA,ঢাকা।

১.জনাব সোহরাব হোসেন,MNA সভায় সভাপতিত্ব করার জন্য নির্বাচন করা হয়েছিল।

২.বিভিন্ন সদস্যদের দ্বারা একটি বিস্তারিত আলোচনার পর তা নিম্নরূপে স্থির করা হয়েছে-

 

পূর্ণসমর্থন এবং মন্ত্রীসভা ও আঞ্চলিক কাউন্সিল গঠনের জন্য তার সিদ্ধান্তের কারণের জন্য আস্থা যখন এই গৃহ খুলনা , পাবনা,ফরিদপুর ও যশোর জেলায়অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলের গঠিত এলাকা বিভিন্ন মতামতের কারণে বাতিল হবে এবং দি ধরনের মন্ত্রীসভা বিভিন্ন অঞ্চলের মধ্যে তার দ্বিখন্ডনের জন্য এবং যে উদ্দেশ্যে পৃথক জেলার MNAs, MPAs মন্ত্রীসভার মতামত নির্ণীত হত তার জন্য পূণর্বিবেচনা অনুরোধ করা এবং বাড়ির সুপারিশ পূণর্বিবেচনায় অপেক্ষমান এবং ঐ কাউন্সিলের বৈঠক মূলতবী করা।