13

বাংলাদেশের ঘটনা সম্পর্কে সিনেটর পীল-এর মন্তব্য

 

শিরোনাম সূত্র তারিখ
বাংলাদেশের ঘটনা সম্পর্কে সিনেটর পীল-এর মন্তব্য সিনেটের কার্যবিবরণী ৬ মে, ১৯৭১

 

কংগ্রেসনাল রেকর্ড-সিনেট মে, ১৯৭১

পূর্ব পাকিস্তানের দুঃখজনক ঘটনা

 

জনাব পীল, জনাব প্রেসিডেন্ট। পূর্ব পাকিস্তানের দুঃখজনক ঘটনার সংবাদ সমূহ গত কয়েক সপ্তাহ ধরে আমি খুব ভালভাবে পর্যবেক্ষণ করছি। সেই সাথে আমি ওইসব ঘটনার চাক্ষুস সাক্ষীও পেয়েছি। সবকিছু দেখে কিছুটা সন্দেহ হয় যা ঘটেছে তা ভয়াবহ ধ্বংসের চেয়ে কোন অংশে কম নয়।

জনাব প্রেসিডেন্ট, বাক্য খুবই সংক্ষিপ্ত, এই মানব সংহার শেষ করতে বিশেষ করে অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমাদের নিজেদের ব্যাস্ত করা উচিত নয়। এবং এখন পর্যন্ত আমাদের সরকার, এসব ঘটনায় কার্যত চুপ থেকেছে। কূটনৈতিক যুক্তি যা ই হোক না কেন, প্রশাসনের এই নিরবতা ভেঙ্গে পূর্ব পাকিস্তানে হাজারো জীবনের জন্য আমাদের সরকার ও জনগনের তা বিবেচনায় আনা দরকার।

আমি আশা রাখি প্রশাসন খুব শীঘ্রই কথাগুলো বুঝতে পারবে এবং সারা বিশ্বকে আমেরিকান অনুভুতি বোঝানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।