13

বাঙালিদের অধিকার স্বীকার করে নেওয়ায় সুপারিশ

 

শিরোনাম সূত্র তারিখ
বাঙালীদের অধিকার স্বীকার করে নেয়ার সুপারিশঃ সিনেটর এইচ. এইচ. হামফ্রের চিঠি সিনেটরদের পত্রাবলী ৪ জুন, ১৯৭১

 

হুবার্ট এইচ হামফ্রে

মিনেসোটা

জাতিসংঘ সিনেট

ওয়াশিংটন ডিসি ২০৫১০

জুন ৪, ১৯৭১

ড. ডেভিড আর নালিন

৮৭২, ম্যাস. এভিনিউ,

কেমব্রিজ ম্যাস. ০২১৩৯

 

শ্রদ্ধ্বেয় ড. নালিন,

পুর্ব পাকিস্তানে ইদানিংকালে ঘটে যাওয়া ঘটনায় আমি নিজেও গভীরভাবে বিব্রত। যুক্তরাষ্ট্র সরকার নয়,  আমি মাত্র একজন মানুষ, বাঙ্গালিদের উপরে চলমান অন্যায়ের বিষয়ে অন্যান্য ব্যাথিত ব্যক্তিদের মত আমিও একই অনুভূতি জানাচ্ছি। রাষ্ট্রীয় সচিব এবং সরকারী পরিষদের অন্যান্য কর্মকর্তাদের কাছে আমি গভীর উদ্বেগ প্রকাশ করেছি একটি ন্যায়সঙ্গত সমাধানে পৌছাতে যেটা বাংলার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবে, সাম্প্রতিক নির্বাচনে যার সত্যতা দেখা গিয়েছে। আমি ঐ মানুষগুলোর জন্য কিছু পরামর্শ তৈরি করেছি যা তারা ব্যবহার করতে পারবে যেকোন গঠনমূলক কাজের মূলনীতি হিসেবে। আমি সচিবের উত্তরের অপেক্ষা করছি।

একেকটা দিন ব্যয়িত হচ্ছে মানে মানবজাতির জন্য ভয়ংকর ক্ষতি। আমি প্রার্থনা করি অদূর ভবিষ্যতে এর শেষ হবে। আমার সাথে যোগাযোগ করা এবং এই দুঃখজনক পরিস্থিতি সম্পর্কে আপনার অনুভূতি ভাগ করে নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 

বিনীত,

হুবার্ট এইচ হামফ্রে