3

শীতবস্ত্র সংগ্রহ সম্পর্কে একটি আন্তর্জাতিক আবেদন

 

শিরোনাম                            সূত্র তারিখ
শীতবস্ত্র সংগ্রহ সম্পর্কে একটি               আন্তর্জাতিক প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় ৯ অক্টোবর,

১৯৭১

 

 

 

বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মিশন

৯, সার্কাস এভিনিউ

কলিকাতা-১৭

 

(অনুমতি নিয়ে কিংবা ছাড়া কপি করা যেতে পারে)

_______________________________________________________________________________

নং. পিআর/৬১. অক্টোবর ৯,                                                                                                                               ১৯৭১

শীতবস্ত্রের জন্য আবেদন

 

শীতের সঙ্গে মুক্তিযোদ্ধা ও লক্ষাধিক তৃণমূল দুঃখীদের তীব্র সংগ্রামের জন্য বাংলাদেশে পশমি এবং অন্যান্য শীতকালীন পোশাক দেবার জন্য জোর দিতে হবে। মাতৃভূমিকে স্বাধীন করবার জন্য বাংলাদেশ মুক্তিবাহিনী পশ্চিম পাকিস্তানের শত্রুদের বিরুদ্ধে  যুদ্ধ করে। মুক্তিবাহিনীকে সাহায্য করার কারণ শুধু বাংলাদেশের জন্যই না বরং তা মানবতা এবং স্বাধীনতার জন্য। ঠাণ্ডার বিরুদ্ধে এবং আসন্ন শীতকালে মুক্তিবাহিনী সদস্যদের রক্ষার জন্য, জনাব এম. হোসেন আলী, ইন্ডিয়াস্থ বাংলাদেশের হাই কমিশনার ফিলানথ্রোপিক অর্গানাইজেশনের কাছে আবেদন করেছেন। উপরি উল্লেখিত

জিনিসপত্র দান করে সাহায্য করার জন্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, উৎপাদন প্রতিষ্ঠান ও বিক্রেতাদের এগিয়ে আসার জন্যে অনুরোধ করেছেন।

৯, সার্কাস এভিনিউ, কলকাতা-১৭’তে অবস্থিত ইন্ডিয়ার বাংলাদেশ হাই কমিশনার দফতরে প্রদত্ত অনুদান আনন্দের সহিত গৃহীত হবে।