3

আহত মুক্তিযোদ্ধা ও তাদের পুনবার্সন সম্পর্কিত মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত

 

শিরোনাম সূত্র তারিখ
আহত মুক্তিযোদ্ধা ও তাদের পুনর্বাসন সম্পর্কিত মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার

কেবিনেট ডিভিশন

৭ অক্টোবর, ১৯৭১

 

গোপনীয়

৭ই অক্টোবর, ১৯৭১ এ

অনুষ্ঠিত মন্ত্রীসভা বৈঠকের

কার্যবিবরণী এবং সিদ্ধান্তের উদ্ধৃতাংশ।

 

বি. মুক্তিবাহিনীর আহত সদস্য এবং শহীদদের উপর নির্ভরশীলদের স্বাস্থ্যসেবা এবং কল্যাণের পরিকল্পনা।

মন্ত্রীসভায় এই পরিকল্পনা নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। শুধুমাত্র অপরিহার্য অংশগুলোই বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উদাহারণস্বরূপ, চিকিৎসাকালীন সময়ে আহতদের সাথে আচরণবিধি এবং তাদের পকেট ভাতার বিধান, প্রতিবন্ধীদের সাথে আচরণবিধি, মৃতদেহ সমাধিস্থ/দাহ করা এবং শহীদদের প্রতি নির্ভরশীলদের জন্য পেনশন। এছাড়া আরও সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সম্ভাব্য সর্বনিম্ন সংখ্যক ব্যক্তি নিযুক্ত থাকবেন।

স্বাক্ষর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গোপনীয়।

 

মেমো নং (৪)/ক্যাব           তারিখ ২৫শে অক্টোবর, ১৯৭১

 

১। সি-ইন-সি।

২। সচিব, প্রতিরক্ষা, তাঁর শেমেশের কপি সহ একই সাথে ( shemes)

৩। সচিব, স্বাস্থ্য অধিদপ্তর

৪। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব

 

(এইচ.টি.ইমাম)

কেবিনেট সচিব

২৫.১০.৭১.