6

বাংলাদেশ মিশন, ওয়াশিংটন-এর ১৯৭১ সালের ২৪ সেপ্টেম্বরের প্রতিবেদনঃ বাংলাদেশের মিশন সমূহ

শিরোনামঃ বাংলাদেশের মিশন সমূহ

সংবাদপত্রঃ বাংলাদেশভলিউম ১ : নং. ৪

তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ১৯৭১

.

বাংলাদেশ মিশন

বিভিন্ন দেশে সাতটি বাংলাদেশ মিশন গঠিত হয়েছে। মিশনগুলো ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লন্ডন, নয়াদিল্লী, কলকাতা, স্টকহোম এবং হংকং এ অবস্থিত। যখন আরো বাংলাদেশ মিশন বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলোতে স্থাপিত হচ্ছে, অষ্টম মিশনটি ম্যানিলায় এই সপ্তাহে শুরু হতে যাচ্ছে। .

বাংলাদেশ সমিতি

যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে বত্রিশটি বাংলাদেশের সমিতি গঠিত হয়েছে। উপরন্তু ,যুক্তরাষ্ট্রে এক ডজনেরও বেশী “ফ্রেন্ড্স ওফ বাংলাদেশ” (একটি বহুজাতিক সংগঠন) সক্রিয় রয়েছে। অন্যান্য দেশগুলোতেও এমন অনেক সংগঠন গঠিত হচ্ছে।

.

তথ্য কেন্দ্র

ওয়াশিংটনে বাংলাদেশের নাগরিকদের সহযোগিতায় আমেরিকানদের দ্বারা বাংলাদেশের জন্য একটি জাতীয় তথ্য কেন্দ্র পরিচালিত হয়।