3

রওমারী প্রকল্পের স্বেচ্ছাসেবকদের সভার কার্যবিবরণী

 

শিরোনাম সূত্র তারিখ
রৌমারী প্রকল্পের স্বেচ্ছাসেবকদের সভার কার্যবিবরণী রৌমারী প্রকল্প ২৪-১১-৭১

 

বাংলাদেশ সামাজিক উন্নয়ন প্রকল্প

২৪ নভেম্বর, ১৯৭১ বিকেল সাড়ে তিনটায় সার্কাস এভিনিউতে রৌমারী সামাজিক উন্নয়ন প্রকল্পের স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয়, যারা এই মিটিং এ যোগদান করেন তারা হলেন –

১. জনাব মাহবুব আলম।

২. জনাব তাহেরউদ্দিন ঠাকুর

৩. জনাব মোহাম্মদ খালেদ।

৪. জনাব আবুল কাশেম স্বন্দ্বীপ।

৫. জনাব নির্মল দাশ গুপ্ত

৬. স্বপ্না দেব। ( বিশেষ আমন্ত্রণে যোগদান করেন।)

৭. জনাব বিধু ভূষণ ভৌমিক।

 

জরিপ :

প্রকল্পে কাজ শুরু করার পূর্বে একটি জরিপ করা জরুরী। এই জরিপে সকল প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের কাজের ইচ্ছা এবং উৎসাহের ব্যাপারটা পরিমাপ করা প্রয়োজন।

 

চার্ট :

একটি চার্ট আপাতত কিছু সময়ের জন্য ব্যবহার করা হবে। এবং কিছুদিন পর বন্ধুদের কাছ থেকে আরো ৫০০ চার্ট পাওয়া যাবে।

 

উপাদানমূলক বই :

বর্তমান বইটিকে নতুন রূপে প্রকাশ করা জরুরী। জনাব কাশেম এবং জনাব বেলাল আগামী ৭ দিনের মধ্যে এই কাজটি সমাধান করবেন। এই কাজটি করার সময় তারা চার্টটি আরো একবার চেক করবেন এবং প্রয়োজনে চার্টের ব্যাপারে পরামর্শ দিতে পারবেন।

 

নির্দেশক দের প্রশিক্ষণ :

  • সম্পূর্ণ প্রকল্পের জন্য প্রশিক্ষণ দিতে হবে।
  • প্রতি গ্রামে একজন সুপারভাইজার থাকবে।
  • সুপারভাইজাররা নির্দেশক কর্তৃক প্রশিক্ষিত হবেন।
  • যেসব শিক্ষক বাইরে থেকে যাবেন তারা অর্গানাইজার হিসেবে প্রশিক্ষণ নিতে পারবেন।
  • দায়িত্ব নিতে প্রস্তুত শিক্ষক এবং স্বেচ্ছাসেবকরা কলকাতায় অর্গানাইজার হিসেবে প্রশিক্ষণ পাবেন।
  • বয়স্ক শিক্ষার জন্য প্রত্যেক প্রশিক্ষণ কেন্দ্রে একজন করে শিক্ষক থাকবেন।

 

 

পাঠ্যক্রম :

  • সমগ্র প্রকল্পের জন্য এই পাঠ্যক্রমে প্রশিক্ষণ গ্রহণযোগ্য। এটি সংগঠক এবং পরিদর্শক সকলের জন্যই প্রযোজ্য।
  • সাহিত্যের উপর আরেকটি পাঠ্যক্রম রয়েছে যা শিক্ষকদের জন্য প্রযোজ্য।

 

সামাজিক উন্নয়ন এর জন্য প্রশিক্ষণ:

প্রশিক্ষণ এর বিষয়                প্রশিক্ষক

স্বাস্থ্য, স্যানিটেশন এবং সৌন্দর্য্য বর্ধন ডঃ টি হোসাইন।

ডঃ জন রোড এবং মিস্টার এলান টেইলর।

স্বপ্না দেব।

বয়স্ক শিক্ষা ডঃ ডি কে বিশ্বাস।

যৌথ খামার এবং সমবায়  জনাব মোহাম্মদ আলম।

স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও কর্তব্য জনাব আবুল কাশেম স্বন্দ্বীপ।

রাজনৈতিক শিক্ষা ও লক্ষ্য জনাব তাহেরঊদ্দিন ঠাকুর।

অন্তর্দেশীয় বিজ্ঞান, ছোট সাশ্রয়, পরিবারের বাজেট ও শিশু.  জনাব কাশেম।

পশুপালন

কুটির শিল্প

তাঁত শিল্প

মাছ ধরা

 

বয়স্ক শিক্ষা সংঘ :

জনাব খালেদ এবং জনাব কাশেম বাংলাদেশ বয়স্ক শিক্ষা সংঘকে পুনরুজ্জীবিত করা এবং এটিকে সংস্থায় পরিণত করার অনুরোধ করেছেন।

 

চলচ্চিত্র :

সাহিত্য এবং উন্নয়ন প্রকল্পের উপর নির্ভর করে চলচ্চিত্র তৈরী করার উচিত্, যদি সম্ভব হয়।

 

কার্যক্ষম দল :

একটি সক্রিয় কার্যক্ষম দল হিসেবে জনাব মোহাম্মদ খালেদ, ডঃ আনিসুজ্জামান, জনাব আবুল কাশেম স্বন্দ্বীপ এবং জনাব মওদুদ আহমেদ উন্নয়ন প্রকল্প বিষয়ক সকল বিষয়াদি দেখাশোনার কাজ করবেন।