3

শিবিরে ব্যয় সম্পর্কিত প্রকল্প সংযোগকারীর একটি চিঠি

 

শিরোনাম সূত্র তারিখ
শিবিরের ব্যয় সংক্রান্ত প্রকল্প সংযোগকারীর একটি চিঠি লিবারেশন কাউন্সিল

পূর্বাঞ্চলীয় জোন

৬ অক্টোবর, ১৯৭১

 

সিক্রেট

নং ওয়াই.টি.সি/২৪৮                    তারিখ ৬-১০-৭১

 

প্রিয় প্রফেসর ইউসুফ আলী,

অনুগ্রহপূর্বক ৮ এবং ২২ সেপ্টেম্বরে পাঠানো যুব (প্রশিক্ষণ) কেন্দ্রের আর্থিক বিষয়াদি সম্পর্কিত আমার টেলিগ্রাম ও চিঠিটির প্রতি মনোযোগ আকর্ষণ করছি, দুঃখজনকভাবে যে দুটোর কোনোটারই প্রতিউত্তর করা হয়নি।

বর্তমানে যুব (প্রশিক্ষণ) কেন্দ্র তীব্র সঙ্কটের মুখে, নিম্নোক্ত তথ্যাদি অনুযায়ী-

(ক) যুব (প্রশিক্ষণ) নকশা অনুসারে বাংলাদেশের অর্থমন্ত্রির অনুমোদনকৃত বরাদ্দকৃত ১৭.৫ লাখ টাকার প্রায় ১৫ লাখ অনিয়মিতভাবে খরচ হয়েছে অন্যান্য উপাদানে (রিসেপশন ক্যাম্প। আর্মি হোল্ডিং ক্যাম্প, বিডিএফ অপারেশনাল ক্যাম্প ইত্যাদি) এবং

(খ) বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রি সকল প্রকার ব্যয় থামিয়ে দিতে অনুরোধ করেছেন, যতোক্ষণ পর্যন্ত না বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনাকে এর মধ্যেই জানানো হয়েছে এই উপাদানগুলোর ব্যয়গুলো বাংলাদেশ সরকারই উল্লিখিত সময়ে বহন করেছেন। বর্তমান প্রয়োজনগুলোর বিবেচনায় নিম্নোক্ত ব্যয়তালিকা মিত্র কর্তৃপক্ষ থেকে অনুমোদিত হয়েছে।

ক্যাম্প প্রতি (মাসিক)

১.  এযাবতকাল মিত্র কর্তৃপক্ষ অনুমোদিত অর্থসাহায্যের ওপর ভর্তুকি দেওয়া ৪০০/-

২.  মিত্র কর্তৃপক্ষের বিলম্বে জরুরী ব্যয়ের জন্য (যেমন: বিছানাপত্র, পরিধেয়, বেতার) ১,০০০/-

৩.  সাধারণ সরবরাহের কমতি এড়িয়ে জরুরী চিকিৎসাখাতে  ২৫০/-

৪.  প্রত্যেক সদস্যের হাতখরচ হিসেবে ৯/- (বাংলাদেশ সরকার একে দশ টাকায় পরিণত করতে ১/- অনুমোদন দিয়েছেন)  ৯,০০০/-

৫.  পরিবহন: জিপ এবং ট্রাকের অনুপস্থিতিতে যে কোনো যাতায়াতে ভাড়া করা ট্রাক ব্যবহার করবেন প্রশিক্ষণার্থিগণ। ১০০০ জন প্রশিক্ষণার্থিকে প্রতি ১৫ দিন পর পর অভ্যর্থনা শিবির থেকে যুব প্রশিক্ষণ শিবিরে নেওয়াটা একটা বড় সমস্যা। ক্যাম্প মার্কেটিং, প্রশাসনিক এবং চিকিৎসার জরুরী প্রয়োজনে অন্যান্য পরিবহন দরকার। ভাড়া করা ট্রাকের খরচ যেনো মাথাপিছু ৫/- এর বেশি না হয়।   ১০,০০০/-

৬.  বেজ-ওয়ার্কারদের পরিচয়পর্ব

প্রতি ক্যাম্পে ৪০০ করে ১৫ দিনের জন্য   ৩,২০০/-

(ক) সেমসাইডসহ অন্যান্য নিরাপত্তার জন্য পরিচয় পত্র প্রদান, মাথাপিছু ৪/-    ৪,০০০/-

(খ) যুব (প্রশিক্ষণ) শিবির থেকে লঞ্চিং পয়েন্টে পরিবহন খরচ, মাথাপিছু ৫/-

(গ) বেজ-ওয়ার্কারগণ সেক্টর কমান্ডারদের নিকট বাংলাদেশে তাদের নিরাপদ কার্যক্রম চালানোর জন্য ৫ দিনের রেশন

(ঘ) অভিষেক বরাদ্দ হিসেবে পাক অর্থ মূল্যে প্রতি প্রশিক্ষণগ্রহীতার জন্য ৫০/- ৪০,০০০/-

অভিষেকে সর্বমোট খরচ   ৪৭,২০০/-

 

প্রতি ক্যাম্পের মাসিক মোট খরচ  ৬৭,৮৫০/-

অঞ্চলের মোট ১০ ক্যাম্পের জন্য   ৬,৭৮,৫০০/-

৭.  অধিদপ্তর (প্রশিক্ষণ):

বরাদ্দ, অফিস ভাড়া, পরিবহণ, ভ্রমণ, আরও কিছ    ৭,৫০০/-

যুব (প্রশিক্ষণ) শিবিরের সর্বমোট খরচ ৬,৮৫,০০০/-

 

পূর্ব অঞ্চলের মাসিক খরচ

স্থানীয় অর্থমূল্যে ২,৮৫,০০০ যার ৪,০০,০০০ পাকিস্তানি অর্থে।

 

এমতাবস্থায় আপনাকে জরুরী ভিত্তিতে অনুরোধ জানাচ্ছি যে-

ক. এসব ব্যয় সম্পর্কে মিত্র কর্তৃপক্ষকে জানাবেন

খ. এর মধ্যে অনুগ্রহ করে অর্থমন্ত্রি অনুমোদিত যুব (প্রশিক্ষণ) শিবিরের জন্য ৬-৬-৭১তারিখে ১৭.৫ লাখ রুপির বরাদ্দের ব্যাপারটি আবারও উত্তোলন করবেন এবং বেচে যাওয়া পরিমাণটি যুব (প্রশিক্ষণ) শিবিরের জন্য ছেড়ে দেবেন।

(অর্থমন্ত্রি একই ধরণের অনুমোদন অন্যান্য অঞ্চলের আরও ২০টি যুব (প্রশিক্ষণ) শিবিরের জন্য দিতে পারেন)

গ. যে কোনো ভাবেই হোক, নিম্নোলিখিত অভিষেক যোগানের ব্যবস্থা করুন, যার অভাবে ১৫০০ প্রশিক্ষণপ্রাপ্ত বেজ-ওয়ার্কার এখনও অভিষেকের অভাবে আটকে আছেন। (ফলাফলস্বরূপ শিবিরগুলো বর্তমানে অচলাবস্থায় আছে, পুরো রিক্রুটমেন্ট, ট্রেনিং প্রোগ্রামই বাধাগ্রস্ত হচ্ছে, যেখানে প্রতি মুহূর্তেই তাদের মানসিক শক্তি দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, এমনকি এই রিপোর্ট লিখার সময়েও)

 

১.প্রশিক্ষণ শিবির থেকে যেখান থেকে শুরু হবে সেখান পর্যন্ত ১৫০০ জনের পরিচয়পত্র ও পরিবহন বাবদ স্থানীয় মুদ্রামানে মাথাপিছু ১০টাকা বরাদ্দ ১৫,০০০/টাকা

২.ভারতীয় মুদ্রামানে / সর্বনিম্ন মুদ্রামানে  গড়ে প্রত্যেকের জন্য গ্রহণ ব্যয় ৫০টাকা বরাদ্দ ৭৫,০০০টাকা

 

বিশেষ আগ্রহের সহিত আপনার দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রইলাম যদি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দ্বিধাকে পরিহার করতে চান আমি আশা করি আপনি দেখবেন যে এই ফান্ডটি/ভান্ডারটি প্রশিক্ষণ দপ্তরের সম্পাদকীয় কার্যালয়ের অধীনে কাজ করবে ।

 

সদাসয় বিবেচনার সাথে,

আবু ইউসুফ

পরিচালক

প্রশিক্ষণ সমন্বয়ক

ট্রেইনিং কো-অর্ডিনেটর

যুব শিবির,পূর্বাঞ্চল

 

নং.ওয়াই টি সি/২৪৮                    ৬অক্টোবর,১৯৭১

চেয়ারম্যান ইস্টার্নজোন কাউন্সিল এবং চেয়ারম্যান ইয়ুথ ক্যাম্পস, ইস্টার্নজোন- অনুগ্রহপূর্বক দেখবেন পত্রে উল্লেখিত ১-৫ নং আইটেমের জন্য তাৎক্ষণিক ব্যয় মোকাবেলার জন্য এবং গোকুলনগর মেঘনা ক্যাম্প থেকে আগত ৫০০জন বেইজ ওয়ার্কার/সর্বনিম্নবেতনের কর্মীদের জন্য তাৎক্ষণিক গ্রহণ ব্যয় এবং যাদের খালাসের নিমিত্তে ৫০০০/-টাকা পরিচালকের দপ্তরে অনিস্পন্ন আনুষ্ঠানিক প্রশিক্ষণ শিবিরের ফান্ডের /ভান্ডারের পরিশোধ // বন্টনের ভিত্তিতে প্রদান করা হয়েছে।

 

আবু ইউসুফ

পরিচালক

প্রশিক্ষণ সমন্বয়

যুব শিবির, পূর্বাঞ্চল