7

সাধারণ পরিষদের ভূট্টোর নেতৃত্বে প্রতিনিধিদল প্রেরণ

৭.১২২.২৭৩

শিরোনামঃ ১২২. সাধারণ পরিষদে পাকিস্তানের বক্তব্য পেশের জন্য ভূট্টোর নেতৃত্বে প্রতিনিধিদল প্রেরণ

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

তারিখঃ ৯ ডিসেম্বর.১৯৭১

.

সাধারণ পরিষদে পাকিস্তানের বক্তব্য পেশের জন্য ভূট্টোর নেতৃত্বে প্রতিনিধিদল প্রেরণ

রাওয়ালপিন্ডি, ৮ ডিসেম্বর এপিপি

 

পাক ভারত যুদ্ধের ব্যাপারে জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের বক্তব্য পেশ করার উদ্দেশ্যে ৭ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতা হিসেবে পাকিস্তানের ভাবি সহকারি প্রধানমন্ত্রি ও জনাব জেড. এ. ভূট্টো আজ সকালে নিউ ইয়র্ক যাত্রা করিয়াছেন।

প্রতিনিধিদলের সহকারি সদস্যগণ হইতেছেনঃ রাবাতেনিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত জনাব এ. এইচ. বি. তাইয়েবজী। বেলগ্রেডে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত জনাব আই. এ. আখুন্দ, জেনেভায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত এবং তথায় জাতিসংঘ পাকিস্তানের স্থায়ি প্রতিনিধি জনাব নিয়াজ আহমেদ নায়েক এবং ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসের মিনিস্টার জনাব আকরম জাকি।

বেসরকারি সদস্যগণ হইতেছেনঃ পুর্ব পাকিস্তানের নবনির্বাচিত এম. এন. এ. জনাব মুজিবুর রহমান  কাইয়ুম গ্রুপ , নবনির্বাচিত এম. এন. এ. জনাব মুজাফফর  উদ্দিন আহমদ পিপিপি , এবং জনাব রফি রাজা পিপিপি।